
২০২১-০১-০৬ ১৭:৩৮:২৯ / Print
আজ( মঙ্গলবার) দিরাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকি অভিজান পরিচালিত হয়েছে, এতে দিরাই বাজারের ৫ ব্যবসায়ীকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়ছে। সুনামগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় ও দিরাই পৌরসভা, র্যা ব সুনামগঞ্জের সহযোগিতায় এই বাজার তদারকি অভিজান অব্যাহত ছিল আজ সকাল ১১ঃ ৩০ থেকে ১ঘটিকা পর্যন্ত। দিরাই পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর রুবেল রেজা বলেন আমাদের পৌরসদরের ভোক্তা অধিকার ও পন্যের গুনগত মানের যাচাই বাঁচাই সহ ক্রেতার অধিকার রক্ষায় আমরা কাজ করছি। অভিজান চলাকালে ৫ প্রতিষ্টানের মধ্যে গ্রামীন রেষ্টুরেন্ট ৬হাজার, অনকুল ফার্মেসী ১০হাজার,হাবিব ব্যাকারী ১০হাজার, রুচিতা রেষ্টুরেন্ট ১০ হাজার ও লতিফ ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।