দিরাই হারানপুর বিশিষ্ট ব্যক্তি সুরঞ্জন রায়ের সহধর্মিনী ফুলতি রায়ের শ্রাদ্ধ অনুষ্টান সম্পন্ন হয়েছে, করোনাকালীন নিয়মনিতী মেনে দিরাই শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরে ধর্মীয়ভাবে শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৩শে ডিসেম্বর সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে বার্দক্য জনিত কারনে পরলোক গমন করেন ফুলতি রায়।
৬ সন্তানের মধ্যে চার ছেলে দুই মেয়ে রেখে যান ফুলতি রায়, যারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্টিত ও সুনামের সাথে কাজ করে যাচ্ছেন ,
উনার বড় ছেলে সুঞ্জিত রায় আছেন পুলিশ সুপারের দ্বায়িত্বে টাঙ্গাইল জেলার, মেজো ছেলে প্রবির রায় সহকারী অধ্যাপক এম সি কলেজ, ৩য় ছেলে লিটন রায় বর্তমান কাউন্সিলর ৭নং ওয়ার্ড –দিরাই পৌরসভা ও সত্তাধিকার বাসন্তী বস্ত্রালয় ,চতুর্থ ছেলে নাগেরগাও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ঝুটন রায় ।
মেয়েদের মধ্যে, বড়মেয়ে প্রীতি রায় সিলেট শেখঘাট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ও ছোট মেয়ে স্মৃতি রায় দিরাই পূর্ব চানপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।
সুরঞ্জন রায় ও উনার ছেলে মেয়েরা দিরাই পৌরবাসী সহ দেশ বিদেশের সবার কাছে আশির্বাদ কামনা করেছেন তাদের পরিবারের জন্য ।