নওগাঁর আত্রাই উপজেলায় দেওয়ান মহাসীন আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২০ ডিসেম্বর) উপজেলার সিংসাড়া বাজার বণিক সমিতি আয়োজনে ডাঃ দেওয়ান মেহেদী হাসান তমাল এর সভাপতিত্বে, সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেওয়ান মহাসীন আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় খেলাটি ট্রাইব্রেকারে দীঘা ব্রীজ বাজার ফুটবল একাদশ ৫-৪ গোলে নন্দনালী ফুটবল একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ও পুরস্কার বিতরণ করেন,৫১ নওগাঁ-৬(আত্রাই রাণীনগরের) সাংসদ, শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত কমিটির স্থায়ী সদস্য আলহাজ্ব মো.আনোয়ার হোসেন হেলাল। এ সময় আরো
উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান প্রামাণিক,রাণীনগর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোছা. ফরিদা বেগম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো.হাফিজুল ইসলাম,ইউ পি চেয়ারম্যান মো.আক্কাছ আলী,আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব মো.ওমর আলী,বেশারতুল্যা দেওয়ান,আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমিন, সহসভাপতি তপন সরকার,সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয়,সদস্য আবু হেনা মোস্তফা কামাল অতিথিরা পুরস্কার বিতরণ করেন।