উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নে মাদারটারী ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আজ ১৬ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, মাদারটারী নবজাগরণ স্পোর্টিং ক্লাব বনাম মাদারটারী ছাত্র কল্যাণ সংস্থা।
নির্ধারিত সময়ে খেলাটি গোল শুন্য ড্র হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায় এবং মাদারটারী ছাত্র কল্যাণ সংস্থা জয় লাভ করেন।
উক্ত ফাইনাল খেলায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা কৃষকলীগ সদস্য জনাব মোঃ এরশাদুল হক, ইউপি সদস্য জনাব নুর মোহাম্মদ,জনাব আব্দুল হামিদ মাস্টার, জনাব মাহবুবুর রহমান মাস্টার,প্রভাষক বাশার মাহমুদ,বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান শামিম সাংবাদিক মো:মোরশেদুল হাসান লালু,ও নুরে আলমএবং স্থানীয় ব্যক্তিত্ববর্গ।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন, জনাব মোঃ জুমন মিয়া।
সভাপতি, মাদারটারী ছাত্র কল্যাণ সংস্থা।