হিম শীতল ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছেন উত্তর-পূর্বাঞ্চলের জনপদ সিলেটের মানুষ। দিনদিন বাড়ছে শীত আর নিদারুন কষ্টে দিনপার করছেন ছিন্নমূলের মানুষ। নগরীর ক্বীন ব্রীজ, সার্কিট হাউসের সামন, বিভিন্ন রাস্তার ফুটপাথে কুয়াশাচ্ছন্ন রাতে দেখা যায় হালকা কম্বল কিংবা চাদর গায়ে খোলা আকাশের নিচে শুয়ে থাকা মানুষকে।
এদিকে, কনকনে শীত নামায় উষ্ণ কাপড়ের দোকানে নেমেছে মানুষের ভিড়। গরম কাপড়ের বিকিকিনিও বেড়েছে।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে ছিন্নমূল ও দুস্থ মানুষ পড়েছে বিপাকে। গরম কাপড় না থাকায় শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে খানিকটা উষ্ণতার পরশ খুঁজতে দেখা গেছে ছিন্নমূল মানুষকে।
শীতের প্রভাবে জ্বর, শর্দি, ডায়রিয়া সহ এলার্জি জনিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে শহর ও গ্রামাঞ্চলে। সে কারণে হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে শীতকালীন রোগীদের আনাগোনা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এসব রোগের শিকার হচ্ছেন বেশি। এজন্য শিশু ও বৃদ্ধদের সবসময় গরম কাপড় পরিয়ে রাখার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা জানান, এই আবহাওয়ায় ধুলাবালি ও ঠাস্ডা বাতাশ থেকৈ বেচে থাকলে এলার্জি জনিত রোগ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
সরেজমিনে দেখা যায়, প্রকৃতিতে পুরোদমেই শীতের আমেজ। ইতিমধ্যেই গ্রামাঞ্চলের মানুষদের কাবু করে নিয়েছে শীত তবে শহরের মানুষদের পুরোপুরি কাবু করতে না পারলেও বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। শীতের এই প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে রাজধানীসহ দেশের ছিন্নমূল অসহায় মানুষের কষ্ট। এসব ছিন্নমূল মানুষের কষ্ট বাড়ছে শীতের প্রকোপের সঙ্গে পাল্ল দিয়ে।
গ্রামের বাসিন্দারা বলছেন, দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। এ জন্য নিম্ন আয়ের মানুষরা বিপাকে পড়ছেন।
ভারতের মেঘালয় সীমান্ত এলাকা কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জসহ আশপাশের উপজেলাগুলোতে শীতের তীব্রতা তুলনামুলকভাবে বেশী।
শীত বাড়ার সাথে সাথে সিলেট নগরীতে বাড়ছে গরম কাপড় কেনার ধুম। নগরীর ফুটপাত থেকে শুরু করে শপিং মলে বিক্রি হচ্ছে শীতের কাপড়ে চাপড়।
শীতের তীব্রতা বাড়াার সঙ্গে ছিন্নমূল ও দুস্থ মানুষ পড়েছে বিপাকে। গরম কাপড় না থাকায় শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে খানিকটা উষ্ণতার পরশ খুঁজতে দেখা গেছে ছিন্নমূল মানুষকে।
এদিকে জানা গেছে, ডিসেম্বর মাসের শেষার্ধে রাতে স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা থাকতে পারে। একইসঙ্গে ওই সময়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীতের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা বাড়ছে ছিন্নমূল মানুষের মাঝে। প্রতি বছর শীত এলে তাদের কষ্টের শেষ থাকে না। কোনোমতে হালকা চাদর গুজিয়ে ফুটপাতে শুয়ে কিংবা সারারাত আগুন পোহায়ে রাত কাটে তাদের। একেকটি রাত তাদের কাছে অভিশাপের মতোই- এমনটি জানালেন ছিন্নমূল মানুষরা।
সূএঃসিলেটপ্রতিদিন