
২০২০-০৭-১১ ১৭:৪৬:৪২ / Print
নেত্রকোণার কলমাকান্দায় অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় কলমাকান্দা সদরসহ খারনৈ, রংছাতী, পোগলা, নাজিরপুর, বড়খাপন কৈলাটি ওখারনৈ ইউনিয়নের বিভিন্ন সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বন্যায় পানিবন্দি হয়েছে উপজেলার বিশ হাজার পরিবার। পাশাপশি তলিয়ে গেছে পুকুর ও বীজতলা। অতি বর্ষণের কারণে সীমান্তবর্তী উব্ধাখালি নদীসহ গনেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও ও পাঁচগাও ছড়ায় পাহাড়ি ঢলের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কলমাকান্দা সদরের সঙ্গে ৮ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। অপরদিকে কলমাকান্দা সদর ইউনিয়নের নাগিনী চাকুম পাড়া বিশরপাশা রংছাতি ইউনিয়নের বিশাউতি, রায়পুর, কৃষ্টপুর বরকান্দা, জঙ্গলবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন যাবৎ পানিবন্দি হয়ে আছেন।