নেত্রকোণা পৌর শহরে সাকুয়া এলাকায় বিজিবি ক্যাম্প সংলগ্ন ব্রাক অফিসের সামনে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (২ নভেম্বর) আনুমানিক দুপুর ২.৩০ মিনিটের দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা থেকে ঢাকাগামী প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় বেলা আড়াইটা নাগাদ। সংঘর্ষে সিএনজিযাত্রী পূর্বধলা-হিরনপুরের
চাঁন মিয়া (৬৫), কলমাকান্দা-যাত্রাবাড়ী সুজন পাল (৪৮) ও তার স্ত্রী মমতা পাল (৪০) এবং পূর্বধলা-নারান্দিয়ার দুলাল মিয়া (৫৫) গুরুতর আহত হয়েছেন। এই নিউজ লিখা আগ মুহূর্ত পর্যন্ত কোন নিহতের সংবাদ পাওয়া যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত নেত্রকোণা মডেল থানার সহ. উপ পরিদর্শক ত্রিদীপ কুমার জানান, প্রাইভেট কার ও সিএনজিটিকে আটক করা হয়েছে। এঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।