বগুড়া আদমদীঘি উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন। এছাড়া উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা কৃষি অফিসার শ্রী মিঠুন চন্দ্র অধিকারি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান এ্যাড, সামছুল হক, এসএম বেলাল হোসেন, আব্দুল হক, জিল্লুর রহমান, এরশাদুল হক টুলু সহ প্রমূখ। সভায় রক্তদহ বিল রক্ষায় কারখানার বজ্র প্রবেশ বন্ধ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।