দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের অতির বাড়ি নামক এলাকায় বাস দূর্ঘটনায় ৩জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, দক্ষিণ সুরমার অতির বাড়ি নামক স্থানে একটি লোকাল যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।