Dhaka 1:37 am, Sunday, 16 February 2025

দিরাইয়ে সু-সাহিত্যের রণাঙ্গন’র আয়োজনে ফিকরি মুযাকারা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 04:06:30 pm, Tuesday, 2 July 2024
  • 237 Time View

 

এস এম উমেদ আলী//

সিরাত সাহিত্য ইতিহাস নিয়ে সু-সাহিত্যের রণাঙ্গন (সুসার)এর আয়োজনে ফিকরি মুযাকারা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দিরাই জালাল সিটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়!
২৮ শে জুন শুক্রবার বেলা ২টায় হাফিজ নাছরুল্লাহ আল হাবিবের তিলাওয়াত ও হাম্মাদ বিন আব্দুল আউয়ালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুসারের নির্বাহী সভাপতি প্রেক্ষাপট সম্পাদক নাঈম বিন আব্দুল আউয়াল।
সুসারের সভাপতি হাম্মাদ সাদী’র সভাপতিত্বে ইসলামে ব্যবসা ও এর গুরুত্ব বিষয়ে আলোচনা করেন, মুফতি মাসউদ আল মারজান।অনুপ্রেরণামূলক আলোচনা করেন প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক ও মাওলানা আবুল হাসান সাদী। কওমি সিলেবাসের ভাবগাম্ভীর্যতা নিয়ে আলোচনা করেন হাফিজ মাওলানা আব্দুর রহমান। সিরাতে মুস্তাকীম প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন, মাওলানা উসামা মুহাম্মদ। ইতিহাস নিয়ে আলোচনা করেন মাওলানা মামুনুর রশীদ নয়ন।আকাবিরদের জীবনী আমাদের মাইলফলক বিষয়ে আলোচনা করেন মাও. আজহারুল ইসলাম ও মাও. হাসান আহমদ।আক্বসা,ইতিহাস ও মুমিনের চেতনা নিয়ে আলোচনা করেন,মাসিক জাগ্রত কন্ঠ সম্পাদক মুহাম্মদ মাহমুদ হাসান।
সময়ের মূল্যায়ন বিষয়ে আলোচনা করেন,হা.মাও.মুফতি শামসুল হাসান মুজাক্কির।ইতিহাস থেকে আলোচনা করেন,মুফতি মিসবাহ উদ্দিন।
আক্বসা বিষয়ে ইংরেজি বক্তব্য প্রদান করেন,মাওলানা আব্দুর রহমান ইমাম।সবাহী মক্তবের গুরুত্বারোপ নিয়ে আলোচনা করেন মাও. আসআদ আহমদ তালুকদার।যুবসমাজ ধ্বংসের নীল নকশা বিষয়ে আলোচনা করেন, মাও. উবায়দুল্লাহ তাহমিদ।তারুণ্যের ক্যারিয়ার ভাবনা বিষয়ে আলোচনা করেন হাফিজ সৈয়দ আসআদ আহমদ।অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন মুফতি নূর আহমদ চুয়াপুরী,মুফতি জাকারিয়া মাহমুদ হানাফি,মুফতি শফী কামরান, মাও. আব্দুল্লাহ রাজী, সাংবাদিক মাও. আব্দুল বাছির সরদার।১নং রফিনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মামুনুর রশীদ মামুন এবং এস এম উমেদ আলী প্রমুখ!
অনুষ্ঠানকে প্রানবন্ত করে রাখতে সংগীত পরিবেশন করেন মদিনার সুর শিল্পী গোষ্ঠীর শেখ মারুফ হাসান ও হাফিজ হেদায়েতুল্লাহ ফয়সাল। মাওলানা আবু আনাছ বিন ইলিয়াছ সাহবের অনুভূতি প্রকাশ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়!

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Janatar Kantha

Popular Post

ছাতকে আওয়ামীলীগ নেতা ইয়াহিয়া মেম্বার গ্রেফতার 

দিরাইয়ে সু-সাহিত্যের রণাঙ্গন’র আয়োজনে ফিকরি মুযাকারা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Update Time : 04:06:30 pm, Tuesday, 2 July 2024

 

এস এম উমেদ আলী//

সিরাত সাহিত্য ইতিহাস নিয়ে সু-সাহিত্যের রণাঙ্গন (সুসার)এর আয়োজনে ফিকরি মুযাকারা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দিরাই জালাল সিটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়!
২৮ শে জুন শুক্রবার বেলা ২টায় হাফিজ নাছরুল্লাহ আল হাবিবের তিলাওয়াত ও হাম্মাদ বিন আব্দুল আউয়ালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুসারের নির্বাহী সভাপতি প্রেক্ষাপট সম্পাদক নাঈম বিন আব্দুল আউয়াল।
সুসারের সভাপতি হাম্মাদ সাদী’র সভাপতিত্বে ইসলামে ব্যবসা ও এর গুরুত্ব বিষয়ে আলোচনা করেন, মুফতি মাসউদ আল মারজান।অনুপ্রেরণামূলক আলোচনা করেন প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক ও মাওলানা আবুল হাসান সাদী। কওমি সিলেবাসের ভাবগাম্ভীর্যতা নিয়ে আলোচনা করেন হাফিজ মাওলানা আব্দুর রহমান। সিরাতে মুস্তাকীম প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন, মাওলানা উসামা মুহাম্মদ। ইতিহাস নিয়ে আলোচনা করেন মাওলানা মামুনুর রশীদ নয়ন।আকাবিরদের জীবনী আমাদের মাইলফলক বিষয়ে আলোচনা করেন মাও. আজহারুল ইসলাম ও মাও. হাসান আহমদ।আক্বসা,ইতিহাস ও মুমিনের চেতনা নিয়ে আলোচনা করেন,মাসিক জাগ্রত কন্ঠ সম্পাদক মুহাম্মদ মাহমুদ হাসান।
সময়ের মূল্যায়ন বিষয়ে আলোচনা করেন,হা.মাও.মুফতি শামসুল হাসান মুজাক্কির।ইতিহাস থেকে আলোচনা করেন,মুফতি মিসবাহ উদ্দিন।
আক্বসা বিষয়ে ইংরেজি বক্তব্য প্রদান করেন,মাওলানা আব্দুর রহমান ইমাম।সবাহী মক্তবের গুরুত্বারোপ নিয়ে আলোচনা করেন মাও. আসআদ আহমদ তালুকদার।যুবসমাজ ধ্বংসের নীল নকশা বিষয়ে আলোচনা করেন, মাও. উবায়দুল্লাহ তাহমিদ।তারুণ্যের ক্যারিয়ার ভাবনা বিষয়ে আলোচনা করেন হাফিজ সৈয়দ আসআদ আহমদ।অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন মুফতি নূর আহমদ চুয়াপুরী,মুফতি জাকারিয়া মাহমুদ হানাফি,মুফতি শফী কামরান, মাও. আব্দুল্লাহ রাজী, সাংবাদিক মাও. আব্দুল বাছির সরদার।১নং রফিনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মামুনুর রশীদ মামুন এবং এস এম উমেদ আলী প্রমুখ!
অনুষ্ঠানকে প্রানবন্ত করে রাখতে সংগীত পরিবেশন করেন মদিনার সুর শিল্পী গোষ্ঠীর শেখ মারুফ হাসান ও হাফিজ হেদায়েতুল্লাহ ফয়সাল। মাওলানা আবু আনাছ বিন ইলিয়াছ সাহবের অনুভূতি প্রকাশ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়!